এক জীবনের পাওয়া
আনজানা ডালিয়া
না পাওয়াগুলো মনে ছটফট করে ওঠে যখন
নিজেকে পৃথিবীর পোকামাকড় ভেবে নিই তখন।
সময় যে আর করবেনা সখ্যতা
বেখেয়ালে কেউ বেঁধেছিলো সুঁতা।
কেউ মিষ্টি হাসিতে দূরত্বদের রাখে সাজিয়ে
মুখোসের সুখেরা সব রাখছে মুখ ফিরিয়ে।
জানি মিথ্যা সবই,সারা হবো ডেকে ডেকে
নাইবা পেলাম আর,সবই নিলাম এক জীবন থেকে।




















