শুভ চিন্তার শুভ ভাবনার কবি-আরশ মালিথার বাস্তব ধর্মী কবিতা“নতুন স্বপ্নের একদিন”

471
কবি-আরশ মালিথার বাস্তব ধর্মী কবিতা“নতুন স্বপ্নের একদিন”

নতুন স্বপ্নের একদিন
———–আরশ মালিথা

কতো প্রাণ ঝরে যায় –
চাপা নিশ্বাসের ভিড়ে।
কতো দেহ মিশে যায় মাটিতে,
পুড়তে থাকে আগুনে।
পুড়তে থাকে তাদের মন –
যারা হারিয়েছে প্রিয়জন,
যারা হারিয়েছে গতকালের স্মৃতি,
যারা আর পায় না খুঁজে-
ভবিষ্যতের গতি।
তাদের চোখে জ্বলতে থাকে
ভিসুভিয়াসের লাভা।
হৃদয় যেন আজ তাদের
পাষাণ হিমালয়ে বাঁধা।
তারা মরে শোকে,
ক্ষিদের জ্বালা তাদের পেটে।
তারা খাই এখনো-
কিল,ঘুষি আর লাথি,
তারা মরলে কাদের কি?
এ পৃথিবী ওদের নয়,
এ পৃথিবী স্বার্থের !
এই পৃথিবীর বুকে অসুখ,
ভিখারি শুধুই অর্থের।
বাবার বুঁকে ধুকে মরে আজ
অবুঝ শিশুর প্রাণ।
প্রকৃতি আজ গাচ্ছে শুধুই –
করুণ সুরের গান।
একদিন হয়তো নতুন কোনো-
বসন্ত ফিরে পাবো!
যেখানে থাকবে টিউলিপ, বুনো
আর চেরি ফুল।
যেখানে থাকবে কোকিলের ডাক।
যেখানে থাকবে নতুন কিশোর মন।
বাঁশির সুরে হয়তো সেদিন-
মন মাতাবো।
কিন্তু, আমরা কি সত্যিই মানুষ হবো?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here