“আমার ঘর ”ও “বৃষ্টির প্রথম দিনে ” জীবন ছোঁয়া দুটি অসাধারণ কবিতা লিখেছেন তারুণ্যের কবি,আবৃত্তিকার ও শিল্পী আফরোজা চৌধুরী ঝুমুর ।

759
তারুণ্যের কবি,আবৃত্তিকার ও শিল্পী আফরোজা চৌধুরী ঝুমুর

                         ১

আমার ঘর

                         আফরোজা চৌধুরী ঝুমুর

চলে গেলে দেখতে পাবে একটি মাটির ঘর।
সেখানেতেই বসত করব,ওটাই আমার ঘর।

ঘরের কাছে আসবে কতজন বসতে দেব কই?
এতো ছোট ঘরটিযে তার জানলা দরজা নাই।

সাড়ে তিন হাত জায়গা আমার সেটুকুই যথেষ্ট
মাটির দেহ মাটি হবে কেউ পাবে না কষ্ট ।

দুদিন আগে কেউ দুদিন পরে চলে যেতেই হবে
সখের জিনিস আপন মানুষ সবই দুরে রবে।

একদিনো কেউ ডাকবেনাতো আমার নামটি ধরে
কদিন পরে ভুলেই যাবে সব স্মৃতির আড়ালে ।

                    ২

বৃষ্টির প্রথম দিনে

            আফরোজা ফেরদৌস ঝুমুর

আজ বাদলের প্রথম দিনেই ঝরছে বারিধারা
মনের ময়ূর পেখম তুলে তাইতো দিশেহারা ।
প্রকৃতিরা সবুজ চুলে রং মেখেছে তাই
কদম কেয়া কামিনীরা ঘ্রাণ ছড়িয়ে দেয়।
কচি পাতার নরম আদর বৃষ্টি ছুঁয়ে যায়
ফোঁটা ফোঁটা মুক্ত দানা স্পর্শ দিয়ে যায়।
খোপার ভাঁজে চুপটি করে বেলী সুবাস ছড়ায়
ভীজতে ভাল লাগে তার এই আষাঢ়ের ধারায় ।
ছাইরঙা ওই আকাশ থেকেদ ঝরছে শুধুই জল
আকাশ পরী মেঘের ডানায় করছে সুখের ছল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here