কবিতার পাতায়
রীতা ধর
কতোদিন পরে এলে,অদম্য ঢেউয়ের মতো আলতো হাওয়ার এক লহমায়।
মাঝে মাঝে তোমার অনিচ্ছা সত্বেও
এভাবেই এসে যাও;
এই যেমন আজ সারাদিন এসেছিলে
আমার কবিতায়।
তোমার উপস্থিতি আমিও এভাবে টের পাই;
শূন্যতার মাঝ থেকে যেমন কেঁপে কেঁপে
উঠে উত্থানের ঢেউ,
কোন বৈঠা নেই, নেই কোন তীর
চারিদিকে কেবল ব্যাপ্তি, কেবল ই বিচ্ছুরণ।
সমস্ত আকাশ জুড়ে বিসর্পিণী অত্যাচার, আজল-কাজল অন্ধকার নামে একাকী স্তব্ধ রাত,
তোমার উপস্থিতি তখন সমগ্র রচনায়, আমি টের পাই।
নিমগ্ন চিত্তে তোমার রচয়িতা হই!
নিস্তব্ধ রাতে মহাশূন্যের মাঝখানে
যেমন চিরন্তন ফুটে উঠে অন্ধকার;
বলতে না পারার মাঝেও যেমনি ভাষা ফুটে মুখে, প্রথম আবির্ভাবের শুচিতা নিয়ে।
তেমনিই কতোদিন পর আবার জেগে উঠেছো আমার কবিতার পাতায়,,,
কুমারী শষ্পের মতো নির্মল পবিত্রতায়।
আমি টের পাই, টের পাই তোমার উপস্থিতি;
আজ সারাদিন তুমিই তো ছিলে অনিমেষ একাকার হয়ে
কবিতার পাতায়।