সুখের তরে
~~~~~~~~
জবা চৌধুরী
~~~~~~
সুখের আকাশ সুখের বাতাস
অরূপ অচিন পাখি
পড়লো ধরা বাঁধন হারা
মনকে কোথায় রাখি ?
নীরব মনের সরব ভাষা
আগল খুলে দিয়ে
ভালোবাসায় নিত্য সাধা
মন-মাধুরী নিয়ে ।
মাদলের তালে বাদলের ঘটা
বরিষণে আনে তৃপ্তি
শংকিত আঁখি শুধু খুঁজে ফিরে
ভরা শান্তির দীপ্তি।
সুখ অনুভবে সুখ পরাভবে
সুখ মননের পিয়াসী
সুখ অনিমিখ অপলক চোখের
মুগ্ধ বাসনা তিয়াসী।