খুঁজি তোমায়
লুবনা আখতার বানু
আমার হৃদয়ের গভীর
কল্পনায়,
বারে বারে খুঁজি আজও
তোমায়-
খুঁজি তোমায় নিশীথের,
লুপ্তপ্রায় জ্যোতিরিঙ্গের মতো
জ্বলজ্বল করা ঋক্ষদের
মাঝে।
খুঁজি তোমায় রজনীর গভীর
আলোকশূন্যতায়-
আমার কল্পনায় আজও
বিদ্যমান তুমি।
রাত্রিশেষে আবীরমাখা
অরুণোদয়কালে,
আমার ধ্যানে প্রকৃতির
সজীবতার মাঝে
আজও খুঁজি তোমায়।
ব্যস্ত দুপুরে শত ব্যস্ততার
মাঝেও,
খুঁজি তোমায় বারে বারে-
ক্লান্তিমাখা দিনাবসানে
এককাপ চায়ে,
এখোনো খুঁজি তোমায়।
অদ্রিকীলার বহুসংখ্যক
লোকের ভীড়ে,
আজো খুঁজে যাই তোমায়
বারে বারে-
সমাপ্ত।