লন্ডন, যুক্তরাজ্য থেকে লেখক, কবি এ কে এম আব্দুল্লাহ
—অবতার
এ কে এম আব্দুল্লাহ
দরজা খোলা
ঢুকতে পারে চোর
বাটফার,দরবেশ কিংবা রাজনীতিবীদ।
এই দেহের সেলফে
যতনে রেখেছি মৃত সব অনুভুতি
তুমিও ঢুকতে পারো
শোনেছি,বিধবা প্রেমিকার স্পর্শে
আকাশ থেকে
অবতার নাকি নেমে আসে