লন্ডন, যুক্তরাজ্য থেকে লেখক, কবি এ কে এম আব্দুল্লাহ এর লেখা জীবনমুখী কবিতা “অবতার ”

556
লন্ডন, যুক্তরাজ্য থেকে লেখক, কবি এ কে এম আব্দুল্লাহ

—অবতার

              এ কে এম আব্দুল্লাহ

দরজা খোলা
ঢুকতে পারে চোর
বাটফার,দরবেশ কিংবা রাজনীতিবীদ।
এই দেহের সেলফে
যতনে রেখেছি মৃত সব অনুভুতি
তুমিও ঢুকতে পারো
শোনেছি,বিধবা প্রেমিকার স্পর্শে
আকাশ থেকে
অবতার নাকি নেমে আসে

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here