মেয়েবেলার গল্প
সাহানুকা হাসান শিখা
কেমন ছিলো কি ছিলো
আমার মেয়েবেলা ?
কেন এমন কঠিন শাসন
কেন এতো হেলা?
ছয় বছর হতে না হতে
মাথায় দাও ঘোমটা,
আস্তে করো হাঁটা চলা
যেনো কাঁপে না গায়ের লোমটা।
বাড়ির সামনে রেখো না পা
পুরুষ করে আনাগোনা,
অন্দর মহলে বসেই মেয়েরা
স্বপ্নের জাল বোনা।
দুধের হাঁড়িটা ঢেকে রেখো
তোমার ভাইয়ের জন্য।
কাবাডি খেলতে যাবে কাল
জীতে হবে ধন্য।
রান্নাবান্না, ঘর গোছানো
সেলাইর কাজ শেখো,
পরের ঘরে যেতে যে হবে মেয়ে,
সেটা তুমি মনে রেখো।
বাড়ির ছেলেরা আসছে খেতে,
মেয়েরা করো রান্না।
কোথায় গেলি রে ও বৌ ঝী রা?
বিলকিস, বিনু, পান্না।
মাছের মুড়োটা রাখ না তোলে,
আমার করিমের বড় পছন্দ।
দেখিস আবার ছোট বউয়ের
রান্না না হয় মন্দ।
এ যে কেমন রীতি গো, মা শ্বাশুড়ি
এ কেমন খেলা নেলা ?
তোমরাও বুঝি এমনটি ছিলে
মোমাদের মেয়েবেলা ?
যখন ছিলে তখন ছিলে,
এবার পাল্টাও স্বভাব,
ছেলে মেয়ে কে সমান করে দেখো
দৃষ্টিভঙ্গির রেখো না অভাব।
চেয়ে দেখো এই ছেলেরাই
করছে কেবল ধর্ষণ।
তোমরা হলো আধুনিক জননী
ছেলেদের করো শাসন।