ঘুমাতে চাই
সৈয়দা কামরুন্নাহার শিল্পী
এখনো মন মানতে চায় না তুমি আমাহতে দূরে বহুদূরে না ফেরার দেশে চলে গেছো।
অবিশ্বাস্য হলেও সত্য
আমি এক দুষ্ট অন্ধকার চক্রে ডুবে আছি,
কূলকিনারা পাচ্ছিনা।
কিভাবে অন্ধকার জগত হতে বেরিয়ে আসব, বলোতো!
কোন হিসেবের ভুলে আমি হাবুডুবু খাচ্ছে?
আর কেউ বুঝুক বা না বুঝুক তুমিতো আমাকে বুঝতে!
চিনতে তুমি, বলো না প্রিয়তম।
আমি কি এই অবিশ্বাসী দুষ্ট চক্র হতে বেরিয়ে আসতে পারবো!
আমি নতুন সূর্যোদয় দেখতে চাই,
মুক্ত ঝরা সকাল দেখতে চাই বিশুদ্ধ মনের মানুষ দেখতে চাই।
শিশুদের কলরব শুনতে চাই তাদের নরম হাতের স্পর্শ নিয়ে ঘুমাতে চাই!!