“বুনোহাঁস ”এই নামটা শুনলেই মনটা উতলা হয়ে যায়। জীবন বোধের কবিতা লিখেছেন কবি নাসরিন জাহান মাধুরী

709
“বুনোহাঁস ” জীবন বোধের কবিতা লিখেছেন কবি নাসরিন জাহান মাধুরী
কবি নাসরিন জাহান মাধুরী

বুনোহাঁস

             ******** নাসরিন জাহান মাধুরী

এক ঝাঁক বুনোহাঁস সোনালি কালোয় মিশেল
দলবেঁধে ঝাঁপ দিলো পুকুরে–
অবাধে সাঁতরে যাচ্ছে এপার থেকে ওপারে–
জলে ঢেউয়ের কাঁপন।
ডুব সাঁতারে চলে যায় অতলে।
তুলে আনে জীবনের আস্বাদন।

মনের সহস্র বুনোহাঁস ঝাঁপ দেয় কারো
হৃদয় পুকুরে–
অবাধে সাঁতার কাটে এপারে ওপারে
কাঁপন জাগে হৃদপুকুরে–
বার বার ডুব দেয়–
প্রতিবারে তুলে আনে হৃদয়ের অতল থেকে
ভালোবাসার মণিমুক্তা —
রাখে তারে আদরে যতনে–
জীবনের আস্বাদন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here