“নারীর সম্মান “
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~
সদাচরণ দূর্বলতা ভাবতে
করোনা কভু ভুল,
সদালাপী ফুটাতে পারে
কখনও কখনও হুল।
দুষ্টু জনের শ্রুতিমধুর
সর্বজনা কয়,
কোমল হৃদয় আঁচড়ে দেবে
না করে সংশয়।
শ্রদ্ধা ভক্তি এই মানবেরে
স্পর্শ না করে,
নির্লজ্জতায় বীরদর্পে
বুক ফুলিয়ে ঘোরে।
নারী মাতা নারী ভগ্নী
নারী বুকের ধন,
শত লাঞ্চনায় বুকে আগলিয়ে
রাখে নারী আজীবন।
সুযোগসন্ধানীর নোংরা চোখ
নারীর দখল চায়,
ভগ্নী কন্যা অন্যের চোখে
কামনার আগুন জ্বালায়।
নারীর শ্রদ্ধা নারীর সম্মান
দিতে শিখো ভবে,
কন্যা ভগ্নী তোমার পাপে
লাঞ্চিত হবে তবে।
নারী নয় শুধু ভোগবিলাস
নারী তোমার শক্তি,
নারীদের সম্মান না জানলে
নেই তোমাদের মুক্তি।।