“আত্মার সাধনে” কবিতা টি লিখেছেন আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম ।

487
আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম ।

আত্মার সাধনে—-🙏

                             হাজেরা বেগম——☘️

~~~~~~~~~~~~~~~~~~
যেদিকে তাকাই আনন্দে আনন্দ
বছর ঘুরে এলো ঈদুলআযহা ত্যাগের মহিমাত্ব

সাজ সাজ রবে মেতেছে সব পাড়া
ঘরে ঘরে আজ পড়েছে ত্যাগের সাড়া—

ত্যাগের মহাত্মে যদি দীক্ষা লও
যে টুকুন প্রয়োজন শুধু সেই টুকুন ই খাও—

আজ যদি নিয়ম নীতির শাসন বাঁধনে
না বাঁধ নিজের আত্মার ষড় রিপু রে—

হবে না দীক্ষা হবে না শিক্ষা
হবে না আগামীর জন্য কোন রক্ষা—

এই মহিমাময় কোরবানীর ঈদ ত্যাগের পথে
হজ্জ্ব পালনের নিয়ম নীতিতে আত্মার সাধনে

যে দীক্ষার আলো লাভে “জন ও জাতি” তে
আর কোন মন্ত্রে নয় লাব্বাইক লাব্বাইক
————————জপিতে জপিতে—🙏
(… .. স্বপ্ন বিলাস)

1 COMMENT

  1. অনেক ভালোবাসায় ঈদের শুভেচ্ছা সকল বন্ধুদের ও বন্ধু জনাব আশিকুর রহমান সাহেব কে-🌷*আত্মার সাধনে———🙏 কোরবানী ত্যাগের কবিতা দৈনিক আলাপ এ এই কবিতা প্রকাশিত করার জন্য।দৈনিক আলাপের সকল বন্ধুদের জন্য রইলো ঈদ শুভ কামনা এবং প্রত্রিকার সার্বিক উন্নতি কামনা করি—🌹
    শুভেচ্ছা অন্তে—হাজেরা বেগম☘️
    11-08-2019/LA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here