ভারত থেকে সৃজনশীল কবি-রুনা দেব চৌধুরীর আগ্রাসী করোনার তান্ডবের ভিন্নধর্মী কবিতা “রুদ্ধ দুয়ার”

554
রুনা দেব চৌধুরীর আগ্রাসী করোনার তান্ডবের ভিন্নধর্মী কবিতা “রুদ্ধ দুয়ার ”

রুদ্ধ দুয়ার
রুনা দেব চৌধুরী *

বহুদিন হলো বন্দী জীবন এবার তো দাও মুক্তি ;
জানি এ দ্বার রুদ্ধ কারণ পশ্চাতে আছে যুক্তি ..
তোমরা তো জানো আমরা ছোটোরা করিনা কিছুতে ভেদ ,
তাই কি তোমরা আমাদের মাঝে ঘটালে এ বিচ্ছেদ ।
বেশ নাহয় মেনেই নিলাম নিষেধ ,বারণ , মানা…
স্কুলটা আবার খুলবে কবে ! তোমাদের ও নেই জানা ।

কত মাস হলো স্কুল ড্রেস পরে ক্লাস করি অনলাইনে
প্রেয়ার লাইনে একসাথে সবে
‘জনগণ’ আর গাইনে ।
একই বেঞ্চে পাশাপাশি বসে কত ঝগড়া ও হাসি …
বোঝোনা তোমরা স্কুল কে যে মোরা বড্ড ই ভালোবাসি।
কম্পিউটারের ওপারেতে বসে ‘ম্যাম’ রা বোঝান কত কি !
এপারেতে বসে সবকিছু বোঝা এভাবে সম্ভব হয় কি ?

কম্পিউটার মোবাইল আছে শহরে তে যারা থাকে,
আর যে গ্রামের কচিকাঁচাগুলো তারাই পরেছে ফাঁকে ..
দু দুটো বছর এভাবে ঘরেতে কেটে গেল সারাবেলা ,
স্বপ্ন দেখি আজকে খুলবে স্কুলের
গেটের তালা!
স্কুলের তালা খুলছে জানি মাসে মাসে চাল দিতে ,
আমরা তো নয় যায় বাবা মা সেই অনুদান নিতে ।

যা কিছু শিখেছি, স্কুলেরই তো দান নাচ, গান , লেখাপড়া …
সাথে ছিল সব স্যার আর ম্যাম স্নেহ মমতায় ভরা ।
বলছি শোনো , চাই নাগো আর চাল , ডাল, চিনি, ছোলা ,
স্কুলে গিয়ে মোরা একসাথে খাবো সবাই দুপুরবেলা …
খুলে দিলে সব দোকান বাজার শপিংমল আর বাস গাড়ি ,
আমরাই শুধু ঘরেতে বন্দী লেখাপড়া ,খেলাধুলা ছাড়ি ।

তোমরা যেমন নিলে ভ্যাকসিন আমাদেরও দাও সেই টিকা …
প্রাণ ভরে মোরা নিশ্বাস নেব আর যে সয়না স্কুল ফাঁকা।
খুলে দাও স্কুল কোনোদিন আর চাইব না গো কোনো ছুটি….
আঙ্গিনা আবার উঠুক ভরে নানান রঙের ফুল ফুটি ……….

** রামকৃষ্ণ****!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here