“অনুভবে” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রেবা হাবিব

394
“অনুভবে” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রেবা হাবিব

অনুভবে

রেবা হাবিব

অনুভব করি নিঃশব্দ,সতর্ক পায়ে কারোর উপস্থিতি!!
জীবনটাকে বাঁশপাতা বানিয়ে
কমলা রঙের প্রস্তাবকে করেছি শুধু প্রত্যাখ্যান!!
পৌষ মাসের কামড় পড়েছে যেন চৈত্র মাসে!!
দিবানিশি কাব্যসুত্র সাধনায় লিপ্ত নির্বাণ লাভের আশায়।
সুন্দরম……
চলো দূরের ওই কাশবনের
সৌন্দর্যটুকু দেখি মুগ্ধতার চোখে।
কাশফুলের নরম ছোঁয়া
লাগুক শরীরময়
আর অচেনা শব্দে বিপন্ন বিস্ময়ে ভরে যাক জীবন।
দূরের ওই অরন্যের ঘোর লেগে থাকুক দু’চোখে!!
সুন্দরম..
পারলে এই শরতে কাশবনে পূজো দিও
সূর্যের আগে ঘুম ভাঙবে কি তোমার ??
গোত্রহীন ঘুড়ির নাটাই
আর সবুজ ছিপে গেঁথে নিও শ্যাওলার সংসার।