ভারত থেকে বিশিষ্ট কবি-নওরোজ নিশাত’র অনুভূতি,উপলব্ধির কবিতা “বঙ্গবন্ধু”

325
ভারত থেকে বিশিষ্ট কবি-নওরোজ নিশাত’র অনুভূতি,উপলব্ধির কবিতা “বঙ্গবন্ধু”

বঙ্গবন্ধু
নওরোজ নিশাত

লাল সবুজের সিথানে
দাঁড়িয়ে আছেন যিনি
বাচ্চা বুড়ো সবাই তাঁরে
এক ডাকেতে চিনি।
বিশ্বজনের প্রিয় মানুষ
জয়ের রূপকার ।
বঙ্গবন্ধু সবাই ডাকে
শেখ মুজিবুর নাম তাঁর।
খালে বিলে শাপলা যত
তাইতো মাথা দোলায়।
দোয়েল পাখি মিষ্টি সুরে
হত্যার শোক ভোলায়।
বাংলাদেশের বুকের ভিতর
হাহুতাশের সুর ।
সবাই জানে জাতির পিতা
শক্তিতে ভরপুর।
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু
জপি জপের মালা।
সেই নামেরি ধ্বনি শুনে
ভাঙে যেন বিঘ্ন বাধার তালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here