ভারত থেকে বিশিষ্ট কবি-ইরা দোলুই’র জীবন ধর্মী কবিতা “মন ক্যানভাস”

380
ভারত থেকে বিশিষ্ট কবি-ইরা দোলুই’র জীবন ধর্মী কবিতা “মন ক্যানভাস”

মন ক্যানভাস
ইরা দোলুই

শূন্য হয়ে আছে আমার মন ক্যানভাস
এক একটা ঝিমানো দিনের আক্ষেপে
কবির মননে শব্দেরা ধূলিঝড়…
উড়িয়ে নিয়ে যায় এক অসংলগ্ন
হৃদয়ের জরা জীর্ণ পাতাগুলি!
তখন নির্বাক এক বোধিবৃক্ষের মতো
উড়িয়ে দিই আমার অবিন্যাস্ত কেশ..
দেহে সমাগত নবপত্রিকা!
ললাটে এঁকে দিই রক্তাভ সূর্য
তার সপ্তছটায় আবার রঙিন ক্যানভাস!
__

১৭/১৬ শম্ভুনাথ দাশ লেন
কোলকাতা-৫০(সিঁথি)
৭২৭৮৬৬৮৬৯৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here