ভারত থেকে বিশিষ্ট কবি- রাণু সরকার’র জীবন ধর্মী কবিতা “অর্পণ”

389
ভারত থেকে বিশিষ্ট কবি- রাণু সরকার’র জীবন ধর্মী কবিতা “অর্পণ”

অর্পণ
রাণু সরকার

কবে যেন করেছিলে অর্পণ আমাতে
তোমার সকলকিছু-
আঁচল লুটায়ে বসেছিলে দ্বারে-
লজ্জাকে রেখেছো সযত্নের আড়ালে

তবে কেনো সেটাও নিলে তুমি ছিনিয়ে,
তোমার তো আশা পূর্ণতা পেলো-
কি করে মুখ দেখাবো-
তুমি চোখ রেখেছো কেনো ঢেকে?
তুমি তো বলেছিলে করেছি অর্পণ-
তাই নিয়েছি ছিনিয়ে।
বলো, তোমার শরীর হয়নি একটুও কামনাতৃপ্তি-
আমার কি দোষ-
বসেছিলে আঁচল খুলে-
ভেবেছি দিয়েছো বুঝি আমাকে।
নতুন যৌবনের মাঝে রেখেছি মুখ গুঁজে,
তৃপ্তিতে তুমিও তো চোখ রেখেছো বুজে।
আমাকে দিয়েছি মেলে তোমাতে,
তবুও তোমাকে ছুঁতে একটু বাকি-
কি জানি কবে ধরবে আমানত মেলে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here