ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-প্রবীর কুমার চৌধুরীর কবিতা “সময়ের প্রহসনে”

254
কবি-প্রবীর কুমার চৌধুরীর কবিতা “সময়ের প্রহসনে”

সময়ের প্রহসনে
প্রবীর কুমার চৌধুরী

জানালার বাইরে অজস্র মৃত ইতিহাস,-
চোরা পকেটে গুঁজে – মৃতাত্মার প্রচ্ছদ সাজানো প্ৰহসনে।
প্রায়ান্ধকারের দেওয়ালে টাঙানো নানা ক্যানভাসে –
থরে,থরে সাজানো ব্যর্থ চালচিত্রের মুখোশ –
কালকেউটে ফনা তোলে বেনোজলে , একাকিত্বের আঁধারে।

সদরে বসেছে মেকি পাহারা ,অন্দরে অকল্পনীয় তাচ্ছিল্য,
ছেঁড়া শাড়ীর ভাঁজ খুলে,খুলে নিলাম চলছে লোভনীয়,
অন্তপুর নেড়েচেড়ে দেখছে অন্তরীক্ষে গোপন মিনাবাজার ।
জানালার কার্নিশে ঘাম ঝড়া সময়ের গানে –
মন ভরে দিন – রাত , শুধু দাম মেলে না,মেলে ঠিকাদারে।রক

জন্মের ঘাট ভয়াভয় ভঙ্গুর ,অতলে তলায় নির্ভরতার সিঁড়ি ,
উৎসবে, উৎসবে – জিনে খাওয়ানো গর্ভ নিরোধক বড়ি –
যথেচ্ছ স্বেচ্ছাচারে অসহায় স্বাধীনতা ,সহসাই বিদ্রোহ করে –
সময়ের ব্যবধানে দায়মুক্তির চোঙা,চোঙা যুক্তির উপমায় –
ভিত – সচকিত সুখপাখি ,ভয়ংকর আকাশপথে ভারসাম্যহীন উড়ছে।

গুটিকয় মানুষ ফুর্তির প্রাণে মিথ্যার ফানুস ওড়ায়,
অবুঝ সাদামাটারা দুইকানে শুনছে আর গোগ্রাসে গিলছে পাঁচন তন্ত্র।, বিকল প্রতিশ্রুতির অসামঞ্জস্য মন্ত্রে-
গুঁড়ো,গুঁড়ো রঙিন আলোর ফুলঝুরি বিভ্রান্তের যাঁতাকলে পুড়ছে।
নতুন কবিতা জুড়ে,জুড়ে অনন্তের অক্ষর সেতুর –
মাঝখানে দাঁড়িয়ে দেখো শহিদেরা কাঁদছে।

সংরক্ষিত
গড়িয়া, কলকাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here