ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-কাজী নিনারা বেগমের দুইটি কবিতা

137
কাজী নিনারা বেগমের দুইটি কবিতা

হৃদয়ের শুন্যতা

               কাজী নিনারা বেগম

ভেবেছ কি তুমি দূরে চলে গেছ সবকিছু শেষ ,
না তুমি চলে গেছ কিন্তু তোমার আগোছালো ঘরে টেবিলে রাখা ডাইরির উপর।
চিকচিক করা বেগুনি কলম খানা মনে করে দেয় তোমার সেই প্রেমের কবিতা খানা,
এক হৃদয়হীন মানুষের কাছে হৃদয়ের দাম কি আছে?
এখনো রাত জাগি তোমার জন্য এক বুক শুন্যতা নিয়ে,
রাতের নির্জনে নৈঃশব্দের চোরাচালানে।
কখনো বা সেই রাতে ঘুমের ওষুধের নীল বীষে শিরা উপশিরায় জড়িয়ে স্বপ্নের দেশে খুঁজে ফিরি,
আবার আমার আমিকে সঁপে দেই কখনো একান্তে নরম বিছানার কুল বালিশে।

~ নাম না জানা ভালোবাসা~

      ✍️কাজী নিনারা বেগম

নিস্তব্ধ নীল চোখের প্রতিটি জলের ফোটায় ফোটায় কতটা আবেগ ও অব্যক্ত যন্ত্রনা,
জীবন কাব্যের মূল সারাংশে প্রানহীন লাইন গুলো মস্তিষ্কের স্নায়ু কোষের শিরায় পেচাতে পেচাতে অবাধ্যতার সীমান্ত অতিক্রম করে।
অবাধ্য মনে বৈরী মাতাল স্মৃতি গুলো,,
শুন্যতার ডুবে থাকা অ্যকারিয়ামে জীবন্মৃত খুজি তোমায়,,
হয়তোবা কিংবদন্তি সেই তোমাকে হারানো নিখোঁজ বিজ্ঞপ্তির লিফলেটে স্মৃতি ভষ্মীভূত,,
সেই নাম না জানা ভালো বাসাকে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here