“একলা মেয়ে ”ফাল্গুনের সেরা থেকে বিমূর্ত সময়ের মোমবাতি কবিতা । লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা-পিয়ালী ঘোষ।

1124
“একলা মেয়ে ”ফাল্গুনের সেরা থেকে বিমূর্ত সময়ের মোমবাতি কবিতা
ওপার বাংলার কলমযোদ্ধা-পিয়ালী ঘোষ।

একলা মেয়ে

              পিয়ালী ঘোষ 

একলা মেয়ে ,চিলেকোঠার ঘর
বাইরেতে মেঘ ডেকে ওঠে
বৃষ্টি ঝর ঝর ॥

একলা মেয়ে ,শ্যাওলা পুকুর ঘাট
হঠাৎ খোলা স্মৃতির মলাট ।
দিগন্তের বৃন্ত ছিঁড়ে
উঁকি দেয় তেপান্তরের মাঠ ॥

একলা মেয়ে মেঘলা দুপুর
উদাস বাউল সুর ,
বৃষ্টি আসে যায়
একলা মেয়ে নিঝুম রাতে
শ্রাবণ আঁকে চোখের পাতায় ॥

একলা মেয়ে স্বপ্ন ফানুস
মনিকোঠায় মনের মানুষ ।
মেঘ গুর গুর ,
বুক দুর দুর ,
নোনা ধরা চিলে কোঠা
মনের ঘরে খিল আঁটা ॥

একলা মেয়ের ক্লান্ত দুপুর
বৃষ্টি আজও পড়ে ॥
আজও বাজে মল্লার সুর
চিলে কোঠার ঘরে ॥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here