নারী ও পদ্মফুল।
___________মিনু আহমেদ।
পদ্মফুল!তোমার মতই নারী কুল।
রোজ বসন্তপাপড়ি মিলে,সকাল-সাঁঝে হাসে।
বিনিময়ে তোমার মতই শুধু অবহেলা পায়।
তুমি আর নারী,গোলাপের অযোগ্য প্রীতি হলেও-
রোগারোগ্যে সেবা-শুশ্রূষায় চির কলাণী।
তুমি বলতে পারো পদ্মফুল!কেন এমন হয়?
জানো,মাঝে মাঝে খুব আফসোস করি!
তোমার শুভ্রতায়,আর আমার কোমলতায়।
কেন এতো ঘৃণা,এতো অবজ্ঞা!কেন,অদীপ্ত স্নেহে সর্বদা মোড়ায়ে রাখা!
তবুও তোমার মতই নিজেকে সঁপেছি পুরুষ চরণে।
পুরুষের কল্যাণে-পুরুষের মনে প্রসাধনী হতে।




















