বিকাশ
নওরোজ নিশাত।
আমি সারাজীবন যাকে খুঁজে বেড়াচ্ছি
তাকে পাওয়া গেল
অভুক্ত মানুষের দৃষ্টিটুকুতে,
আমার মন খারাপের কারণ ।
অবিন্যস্ত তেলহীন চুল
মুখে জরার চিন্হ।
আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস
সঁপে দিতে চাই তার হাতে
আর নিশ্চিত হতে চাই
আমি বেঁচে আছি।
আমার সাহায্যের হাত তার হাতে দিতে চাই।
তার চোখ থেকে
দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো
বিকাশ কেবল কি আমাদের কাছে
থাকবে?
আর প্রতিশ্রুর বন্যায় ভেসে
যাবে
এই নিরন্ন মানুষেরা।