কিছুই কিছু না
এ এইচ জিহান মৃধা
কতো ফাইটার কতো পরমানবিক বোমা,
কতো সৈন্য অস্ত্র সস্ত্র ডিফেন্স মেটেরিয়াল।
কতো স্যাটেলাইট অণুবীক্ষণ যন্ত্র,
কিছুই কিছু না পরস্ত্র এক ক্ষুদ্র ভাইরাসের কাছে।
কতো মেডিক্যাল ইনষ্টমেন্ট,
কতো বিজ্ঞানী কতো আবিষ্কার।
কতো বিজ্ঞ ডাক্তার টিকা ভেকসিন,
কিছুই কিছু না পরস্ত্র এক ক্ষুদ্র ভাইরাসের কাছে।
কতো ক্ষমতার অপব্যবহার হুমকি,
নিরাপত্তা বেষ্টনী কতো ব্যাক্তি বর্গ।
কতো দাপট কতো গর্জন সিংহাসন,
সব কিছু পরস্ত্র এক ক্ষুদ্র ভাইরাসের কাছে।
কতো কিছু করছো জয় সাগরের তলো দেশ,
চন্দ্র মঙ্গল গ্রহ উপগ্রহ এভারেস্ট জয়।
শূন্যতে উড়িয়া ছো বিমান রকের হেলিকপ্টার,
কিছুই কিছু না পরস্ত্র এক ক্ষুদ্র ভাইরাসের কাছে।
কতো শক্তিশালী দেশ রাশিয়া আমেরিকা,
চীন ইংল্যান্ড ফ্রান্স কতো নিউক্লিয়াস।
কতো শক্তিশালী ব্যাক্তি বর্গ,
সবই পরস্ত্র এক ক্ষুদ্র ভাইরাসের কাছে।
কী নিয়ে করছো বড়াই উলঙ্গ লড়াই,
এসব তো আজ অর্থহীন।
তোমার নিউটন বোমা ফাইটার প্লেন,
আজ কোন শত্রু কে বদ করবে।
কোন মন্ত্রে বাঁচাবে তোমায়,
তুমি তো বড়ো অসহায় ক্ষুদ্র সামান্য মানুষ।