যুক্তরাজ্য প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিনের জীবনবোধের কবিতা“চিরসত্য ”

534
যুক্তরাজ্য প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিনের জীবনবোধের কবিতা“চিরসত্য ”

চিরসত্য

     ফাহমিদা ইয়াসমিন

গত হয়ে গেছে রানা প্লাজা ধ্বসে যাওয়ার ঘটনা
বিগত অতীত শত শত লাশের মাটির নীচে লুকানো কান্না।

শুধুই অতীত তাজরীন ফ্যাশন
কেউ রাখেনি মনে পঙ্গু স্বজনের
খাই খাই চিত্রে সব আজ ঘুমো ঘুমো।

বৈশ্বিক করোনায় শ্রমিক তুমি তুরুপের তাস,
গ্রাসের বিভিষিকায় হতাশ তুমি শুধুই হতাশ।

পৃথিবীর বুকে সস্তা শ্রমিকের মাথা
শ্রমিকের রক্ত,
তাই পৃথিবী ভোগছো গজবে আরো ভোগাবে চিরসত্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here