“ছায়া খুঁজে ফেরা ”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি রেবা হাবিব।

397
“ছায়া খুঁজে ফেরা ”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি রেবা হাবিব।
কবি রেবা হাবিব

    ছায়া খুঁজে ফেরা

                           ———————–
                           (রেবা হাবিব)

————————
কে কাকে কতখানি আঁকড়ে থাকে জীবনে !!
আড়ালে বেড়েই চলে নিভৃতময় যাতনা।
মৃত্যুর রহস্যময়তা ঘিরে আছে
সর্বদা শিরায় শিরায়।
দেয়ালের চারিদিকে শুনছি শুধু বিষাক্ত সাপের
ফোঁস ফোঁস এর শব্দ !!
বেহুঁশ হয়ে একটা শাবল খুঁজছিলাম পৃথিবীর সব ধ্বংস
আর, নষ্টামির মিথ্যাচারিতা থেকে বের হবার জন্য।
হাজার বছরের পুরনো দেয়াল এ ছড়িয়ে আছে
কতনা আত্মার জবানবন্দী
অই পোড়ামাটির এ্যালবামে।
দ্রুত থেকে দ্রুততর উঠবে যখন দীর্ঘশ্বাস
নিদারুণ নির্মম সত্যকে মেনে
ছায়াদের ইতিহাসে থেকে যাবো চিরকাল।
পরজন্মে হয়ত ফিরবো আবার
অন্য বেশে অন্য কোন দেশে।
ফিরবো হয়ত বাদামের খোসার ভিতর
লুকানো দু’টি জুটির মাঝে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here