হে বন্ধু বিদায়
রেজাউল করিম রেজা
অহর্নিশ ভালবাসায় অমিত প্রাণিত,
প্রবাহমান ঝরনা আর পাহাড় শোভিত।
সোনালী রোদ্দুর
ঢেউ খেলানো সমুদ্রবক্ষ ঝলসানো মাধুরীর রং মাখা নীল চাঁদোয়া,
ধ্রুমজালে ধোঁয়া আর ধোঁয়া।
সে তোমাকে দিবে না সঙ্গ,
মিছেমিছি হবে কেন আসঙ্গ।
তারপরও পথ চেয়ে…..,, তুমি একটা অবুঝ বালক।
চাহনির এক রাশ শেষ ঝলক।
অবুঝ প্রেমের সাতকাহন
আরে ডুবোমন।
হাসতে হাসতে বমি করে ফেলবে যে,
এসব কিছুই মনে করবে নাকো সে।
তারপরও শেষ চাহনির চোখে চোখ তারা ঝিকিমিকি পাশ দিয়ে বয়ে যাওয়া,
ছলা আর কলায় সে তো- ষোলআনা,
এটাই কি তার রূপ-যৌবনের বাঙ্গালীয়ানা।
অমিত তারপরও,….. অবুঝ বালক।
আরে,কিচ্ছু যায় আসে না-
শুধু শুধু মিছে ভাবনা। তারপরও অমিত,
প্রতীক্ষা প্রহরে প্রাণিত।
অজানা অজানাতেই খেই হারাল।
কিসের অমোঘে নিঃশেষ হয়ে গেল।
আর নয় মঞ্চ,নয় অভিনয়।
হে বন্ধু বিদায়।
লেখক সহ.অধ্যাপক (সোনারগাঁও ইউনিভার্সিটি)
উপদেষ্টা(বা.সা.প)
সংস্কৃতিকর্মী।