ভিন্ন ধর্মী কবিতা“আকুলতা” লিখেছেন কলমযোদ্ধা রেবা হাবিব

390

আকুলতা

      রেবা হাবিব
        —————

বিশেষ কোন দিন ছিলনা আজ
একটু বৃষ্টি ছিল কেবল।
অপ্রস্তুত দুপুরের কাছে পড়ে রইলো
আর্তিমাখা একটি সকাল !!
বর্ষার জল ডুবতে চাইছে যেন আঁচল ভরে
অভিনব কৌশলে ভেসে বেরাচ্ছে সব মেঘরাশি।
মনটা ভরে উঠে বিষণ্ণ কাদায়
হারানো ফুলের খোঁজে।
ভরা নদীর নিয়ম জলকে বয়ে নিয়ে যাওয়া
আর আমি চলেছি ল্যাম্পপোস্টের অবহেলায়
জোনাকির ফেরারী চোখে।

সুন্দরম …..
তোমার কাছে আছে কোন জলাধার ?
ধার দেবে?
একটু দিবে ধার?
হৃদয়টাকে ঠাঁই দিতে চাই
দিতে চাই একটু সাঁতার!!

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here