ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “রবীন্দ্র -শ্রদ্ধা”

534
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-রবীন্দ্র -শ্রদ্ধা

রবীন্দ্র -শ্রদ্ধা

বিশ্বজিৎ কর

 

রবিঠাকুর আমার একলাপথের পথিক,
রবীন্দ্রনাথ আমার জীবনের সাংবাদিক!
রবিঠাকুর আমার জীবনপাখির সুর,
রবীন্দ্রনাথ আমার হৃদয়ে ভরপুর!
রবিঠাকুর আমার বিরহ-বেদনার গান,
রবীন্দ্রনাথ আমার কবিতার কলতান!
রবিঠাকুর আমার ঝরাপাতার প্রেরণা,
রবীন্দ্রনাথ আমার ভালবাসার চেতনা!
রবিঠাকুর আমার অন্তরের শ্রদ্ধান্জলী,
রবীন্দ্রনাথ আমার শেষদিনের গানের কলি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here