বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কলমযোদ্ধা-ড.হোসনেয়ারা বেগম এর কবিতা“তোমাকে বড় পেতে ইচ্ছে করে”

366
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কলমযোদ্ধা- ড.হোসনেয়ারা বেগম এর কবিতা

তোমাকে বড় পেতে ইচ্ছে করে

ড.হোসনেয়ারা বেগম

তোমার জন্ম শতবর্ষে
তোমাকে আবার পেতে ইচ্ছে করে ।
তোমাকে হারিয়েছি কথাটি সত্য ,
এ কঠিন সত্য মানতে চায় না মন
মন চায় যেন তুমি আছো-
অনন্ত অক্ষত হয়ে আমাদের মাঝে।

তোমার জন্ম না হলে
ছোট্ট এ ভূ-খণ্ডটি
সংস্থাপিত হতো না বিশ্ব মানচিত্রে,
তোমার জন্ম না হলে
উড়তো না পতাকা পত্পত্ করে
বাংলার অম্বরে,
উঠতোনা রবি উদয়াচলে
লালিমা রাঙিয়ে,
সবুজ গালিচায় ছুটতো না শিশু
প্রাণের উচ্ছ্বাসে,
ঝরতো না শিশির মুক্তাসম
দূর্বাদল শীষে,
বিহঙ্গ কভু মেলতো না ডানা
নীল নীলিমাতলে,
ভাসতো না তরী পাল তুলে
স্রোতস্বিনীর স্রোতে।

তোমার বজ্রকন্ঠ ধ্বনিত না হলে
ছুটতো না বাঙালি
অস্ত্রহাতে রণসজ্জায় সেজে,
ছুটতো না বাঙালি
যার যা আছে তাই সম্বল করে,
স্বাধীনতার পতাকা ছিনিয়ে আনার
দৃঢ় প্রত্যয় নিয়ে।
বাংলার অবিসংবাদিত নেতা তুমি
আজ তোমার জন্ম শতবর্ষ পূর্তি।
১৭ মার্চ ২০২০ আজ তোমার শুভ জন্মদিন,
শতবর্ষ পূর্বে জন্মেছিলে এই দেশে এই দিনে
সমস্বরে জানাই সবে-
“শুভ জন্মদিন তব তোমার তরে।”
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি,
তোমাকে রাখতে চাই অনন্ত অক্ষত করি।
সৃষ্টির সব নিয়ম ভেঙে
যদি পারতাম তোমায় রাখতে ধরে,
তুমি থাকতে মোদের সবার মাঝে
সবার আপন হয়ে।

আবার দৃপ্ত পায়ে অদ্রিসম ব্যক্তিত্ব নিয়ে
হেঁটে আসতে আমাদের মাঝে,
সম্মুখে দাঁড়িয়ে,সাহসী চিত্তে আঙুল উঁচিয়ে
জানাতে আবার উদাত্ত আহ্বান
এসো,সবাই দেশ গড়ি-
রক্ত দিয়েছো অনেক,সম্মান,সম্ভ্রম দিয়েছো
স্বাধীনতা ছিনিয়ে এনেছে;
এসো তব আরেকবার-
হিংসা লোভ জলাঞ্জলি দিয়ে,
এসো দেশ গড়ি,সোনার দেশ।
সেই অনন্ত অক্ষত সোনার বাংলাদেশে
তোমাকে বড় পেতে ইচ্ছে করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here