“অধমের ফরিয়াদ”লিখেছেন মানবতার কবি–এন এম রফিকুল ইসলাম।

472
মানবতার কবি--এন এম রফিকুল ইসলাম।

অধমের ফরিয়াদ

                     — এন এম রফিকুল ইসলাম।

ঈমান কখন হারিয়ে গেছে বুঝতে পারিনি ভুলে,
মৃত্যুর ভয়ে ঈমান ডুবায়ে সাঁতরে উঠেছি কূলে।

কূলে উঠে দেখি চতুর্দিকে আঁধার ঘনিয়ে আসে,
বাঁচার আশা মিছেই শুধু নিরাশার স্রোতে ভাসে।

মরণের দূত ছাড়েনি’ক পিছু সম্মুখে সে ভয়ঙ্কর,
অন্তিমকালে বুঝে গেছি ফাঁকি দিয়েছে শুভঙ্কর।

সারা জীবনের যত অর্জন সোনাদানা টাকাকড়ি,
দামী গাড়ি আর অট্টালিকা সকলই রয়েছে পড়ি।

প্রাণের প্রিয় সন্তানেরাও ফিরায়ে নিলো যে মুখ,
দূরে সরে গেছে প্রাণের প্রিয়া ভুলিয়া প্রণয় সুখ।

আমার আমার করেছি বৃথা মিথ্যে মায়ার জালে,
অন্তিম ক্ষণে শূণ্য হস্ত ভাবিনিতো কোনোকালে।

মৃত্যু শয়ানে আমি পড়ে একা তাকাই উর্ধ্বপানে,
শেষ সৎকার হবে কি হবে না সৃষ্টিকর্তাই জানে।

জীবন ভরে জানা অজানা করেছি কত না পাপ,
তুমি রহমান নামের গুণে ধূঁয়ে মুছে করো সাফ।

হারানো ঈমান ফিরে যেন পাই ওহে দয়ালু প্রভু,
দুয়ারে তব এর চেয়ে আর চাইবো না কিছু কভু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here