ওপার বাংলার কবি নওরোজ নিশাত এর কবিতা“মহামারী শেষে”

394
ওপার বাংলার কবি নওরোজ নিশাত এর কবিতা“মহামারী শেষে”

মহামারী শেষে

                নওরোজ নিশাত

যদি দেখা হয়
দ্বেষ, ঘৃণা , অহংকার , মিথ্যাচার ,, ক্ষুদ্রতা সহ আরো আরো সব
গুপ্ত রোগ সারিয়ে এসো ।

এখানে আছে ভালোবাসা ,সেবা আর সত্য ,সুন্দর সহ মহাঔষধি।
প্রকৃতি যেন ডাক্তার ,বলতে পারি
আমাদের আরোগ্য নিকেতন।
সমস্ত ফুল যেন আমাদের শৈশব
নিষ্পাপ একটা ক্ষণ ।

কখন এবং কেন
আমরা অমরত্বের ভাড় ফেলে
বিষপাতে মুখ রাখি ।

যদি দেখা হয়
তবে এসো পাখি নয়
পরিপূর্ণ মানুষ রূপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here