তারুণ্যের কবি তাইম শেখ’র প্রেমের কবিতা “নিষিদ্ধ প্রেম”

1053
কবি তাইম শেখ
কবি তাইম শেখ

নিষিদ্ধ প্রেম

তাইম শেখ

 

উত্তপ্ত এ নগরী
কষ্টে চৌচির এ রাজপথ,
উরেযায় শিমুলের তুলা
ভুলেগিয়ে তার শপথ।

আমার নগরীতে তুমিই সেরা
আমি অবহেলিত তোমার শহরে,
তুমি রেখেছো তোমার মনবাধিয়া
আমি হারিয়েছি মন তোমার রঙ্গিলা সাগরে ।

যতবার যায় বাঁধা আমি বাঁধি তোমার মনেতে এমন,
শতবার চেও পারিলামনা আমি
এ দেহেতে জ্বলে অনল।

কোন জলেতেই মিটেনা স্বাদ
প্রেমের তৃষ্ণায় হাহাকার ,
দেখবার তোমায় বড্ড ইচ্ছে
মনে আছো, চারিদিকে শুধু নিরাকার ।

আমার ভালোবাসা আজ নিষিদ্ধ প্রেম
তোমার জীবের খাতায় ,
আমার গোছানো জীবন কাহিনী
তোমার বাগানের ঝরেপরা সুকনো পাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here