প্রতিভাধর তারুণ্যের কবি__সৈয়দা কামরুন্নাহার শিল্পী এর কবিতা “আমি শান্ত ”

440
কবি__সৈয়দা কামরুন্নাহার শিল্পী এর কবিতা “আমি শান্ত ”
তিভাধর তারুণ্যের কবি__সৈয়দা কামরুন্নাহার শিল্পী

আমি শান্ত

                  সৈয়দা কামরুন্নাহার শিল্পী

মাঘের শীতে জুবু-থুবু ।
শত আঘাতেও পরাজিত
হবো না।
অসুন্দর কুৎসিত নিষ্ঠুর
নিয়তির দাবানলে পুরবে
না আর এ অন্তর।

আমাকে বিশ্বাস করো
কল্পনার স্বর্গলোকে আনন্দ
স্রোতে আমি করবো না
কোনো অনুযোগ।
কোনো অভিযোগ কোন
উত্তর তার।

আমার অন্তর সত্য
আমার ভালোবাসা সত্য।
আমাকে কোন কুকুর
কামড়ে দিলে সেই কুকুরকে
বিষ নয়, কুকুরের
জীবনীশক্তি কামনা করি।

প্রতিশোধের আগুনে
লেলিয়ে দেইনা অন্য
কুকুর।

যেখানে অধিকার নেই
সেখানে ভালবাসা নেই।
যেখানে সন্দেহ অবিশ্বাস
পাওয়া না পাওয়ার
হিসেব নিকেশ–
সেখানে অন্তর্যামী
পরশমণি।

নিষ্ঠুর নিয়তি দেয়নি
অধিকার।
নিতে পারেনি আমার
দায়িত্ব দায়ভার।

আমি নতজানু তার
কাছে শুধু তার কাছে,
সৃষ্টির রহস্য ভাণ্ডার যার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here