কবি জেসমিন জাহান এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা“বর্ষা বরণ ”

728
কবি জেসমিন জাহান এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা“বর্ষা বরণ ”

বর্ষা বরণ

      জেসমিন জাহান

আকাশ জোড়া মেঘের সারি
বাতাস ভিজে সারা
আজ বুঝিরে মেঘ বালিকা
ছুটবে বাঁধন হারা।

মেঘের পরে মেঘ জমেছে
কালোয় ঢাকা নীল
ঝম ঝমিয়ে পড়বে এবার
ভরবে নদী- বিল।

অঝোর ধারায় নামবে বুঝি
আঁধার করে বেলা
কদম বনে বসবে আবার
বর্ষা নামের মেলা।

সবুজ পাতায় জলের কণা
পান্না যেনো হাসে
আলোর মুকুট মাথায় পড়ে
রঙের খেয়া ভাসে।

কোন সুদূরের রাজকুমারী
গোসসা করে আছে
নদীর বুকে বান ডেকেছে
ডাকছে তারে কাছে।

ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে
ভরা নদীর জল
পদ্মপাতায় ঝাঁপিয়ে পড়ে
হাসছে টলমল।

রিমি ঝিমি সুরের নূপুর
আষাঢ় এলো গানে
ধূসর খামে মেঘের চিঠি
বৃষ্টি বয়ে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here