আজও মা কথা বলে না,সে রাতের কথা মনে হলে।“ভয়াল মার্চ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা কবি এ এইচ জিহান মৃধা।

637

ভয়াল মার্চ

             এ এইচ জিহান মৃধা

রক্ত ঝরা মার্চ যে তুমি?
ঝরালে কতো রক্ত?
সেই রক্তে পেয়েছি আমরা,
লাল সবুজের বৃত্ত।

আকাশ চূর্মী তোমার সম্মান,
শহীদ ভাইয়ের দান।
ভয়াল মার্চে কাঁদছে দেখো,
শহীদ ভাইয়ের প্রান।

ভূলিনি আজ ভূলবনা,
সেই যে কালো রাত।
বাংলায় বুকে ২৫মার্চ কলঙ্কিত রাত।
বাংলা মা হারিয়েছে শেষ্ঠ কর্ণ ধর।

পাহাড় চূর্মী লাশ পরেছে,
আকাশ পথে বিমান।
চার পাশে তে গুলি বর্ষণ,
ঝাঝড়া হলো প্রান।

অপারেশন সার্চ লাইটে,
রক্তে রঞ্জিত হলো বাংলায়।
লাশের উপর লাশ পরেছে,
সন্তান হারা মায়ের কান্না।

আজও মা কথা বলে না,
সে রাতের কথা মনে হলে।
অশ্রু ঝড়ে দু চোখ বয়ে,
খোকা খোকা বলে ডাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here