রক্তাক্ষরে লেখা এক গৌরবোজ্জ্বল“রক্তাক্ষরে স্বাধীনতা”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা কবি আয়েশা মুন্নি।

406

রক্তাক্ষরে স্বাধীনতা

                        আয়েশা মুন্নি

বাঙালির গৌরবময় ইতিহাসে
২৫ শে মার্চের ভয়াল কাল রাত্রি
তার একখণ্ড ইতিহাস…
স্বাধীনতা শব্দটির পূর্ণাঙ্গ মহাকাব্য।
সেদিনের নিরস্ত্র আপামর বাঙালির কান্না
আজও থামেনি,
আজও কান পেতে শুনি সেই মর্ম বিলাপ।
চোখ খুললেই আজও দেখি ম্যাগনেসিয়াম ফ্ল্যাশের আলোতে সেই ঝাঁঝরা দেহগুলো
আবাল- বৃদ্ধ – যুবক – বনিতার!
সেদিনের সেই মহাকাব্যে, মহাত্যাগে
স্বীয় আত্মার বলী দিয়ে
রক্তগঙ্গায় সাঁতরিয়ে
বাঙালিরা যে ইতিহাস রচনা করেছিল
সেই ইতিহাসের সোপানে আমাদের চির মুক্তি
আমাদের স্বাধীনতা – প্রিয় বাংলাদেশ।
তাই আজ…
বুকের জমিনে রক্তাক্ষরে পতাকা এঁকে
পালন করছি – মহান স্বাধীনতা দিবস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here