আমি একেলা
-চায়না পারভীন
নিরালায় বসে থাকি
আমি একেলা
বরণ করো আমায়
আষাঢ় পহেলা।
বৃষ্টির গায়ে যেন! বৃষ্টি না লাগে
আঘাত পাবে তবে
ভালোবেসে আমায়
ভেজাবে।
মন থাকে বৃষ্টির কাছে আস্ত
বৃষ্টি আসার সময় পায় না
বৃষ্টি থাকে ব্যস্ত,
ছুটে যাই সব ফেলে
দেখবো তোমায় নয়ন ভরে
বৃষ্টি এলে।
মেঘেরা সংকেত দেয়
বুঝে নেই আমি
আসবে তুমি।
অনেক সময় কথার বরখেলাপ
আসতে চেয়েও আসো না
হয়ে যায় মন খারাপ
আর নেই আলাপ।
নিরালায় বসে থাকি
আমি একেলা,
বরণ করো আমায়
হে, আষাঢ় পহেলা।