একটি বৃক্ষ
মো: আশরাফুল ইসলাম (জিতু)
যখন ছিলাম অন্ধকারে,
নির্জনে আমি একা।
ভেবেছিলাম, হয়তো আর
কিছুদিন এই সংগ্রাম,
নিজের অস্তিত্বের,
একটু স্বাধীন নিশ্বাসের,
আর মাথা তুলে দাঁড়াবার,
বিদগ্ধ, নিঃস্তব্ধ আর কঠিন
এ মাটির বুকে,
আমার নিরুপায় কান্না
পায়নি স্নেহ।
কণ্টকাকীর্ণ এ পথ
পাড়ি দিয়েছি, আমি একা।
কত চিৎকার, হাহাকার
কেউ শোনেনি,
শুধু ছুঁয়েছে মেঘ।
আমি তো এখন মুক্ত।
তবু কেন উঠে নাভিশ্বাস?
কেন বাতাসে ভাসে পশুত্ব?
কেন সইতে হয় আঘাত?
আমায় কেন আঘাত করে?
আমি তো সংগ্রাম করি
তোমাদের তরে।
আমার দুর্গম পথ
শেষ কিনা জানি না!
নিঃশ্বাসে ঝরে পড়ে বাঁচার আহলাদ।
তবু আমি নিশ্চুপ,
নিতান্ত অবহেলিত,
একটি বৃক্ষ।