দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-সুমিতা বর্ধনকে ।
ঝলসানো হৃদয়
সুমিতা বর্ধন
মস্তিষের কোষগুলো মনে হয়
পাথরে পরিণত হচ্ছে বা হবে,
ওদের বোধ শূন্য অনুভূতির
কাছে বার বার হেরে যাই।
ঠিক বুঝতে পারি না
কবে যে বোধ জ্ঞানের কাছে
পরাজিত হয়েছিলাম আর
কেনোই বা হয়েছিলাম,
এটাও এখন লাখ টাকার প্রশ্ন।
হেমিলনের বাঁশীটা তো আজো বাজে,
কিন্তু ,তখন বাজানো বাঁশি (আর)
আজকের এই সুরের মূর্ছনায় রয়েছে-
বিস্তর এক আকাশ পাতাল তফাৎ।
মস্তিষ্কের কোষ গুলো মরে গেলেও
বার বার স্রোতের টানে তলিয়ে যাই,
কিন্তু , মরে যাই না ।
ঝলসানো হৃদয় নিয়ে আজো
খেলতে ভালবাসি ,
শব দেহের সামনে বসে বিলাপ হয়,
রুদলীরা হয়তো আসবে
নকল অশ্রু ঝরাতে,
ওই পাড়ার বাচ্চা গুলো
ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে
বুঝতে পারে না
আসল আর নকলের যে
বিস্তর ফারাক।