কেবিন নম্বর তিন
সোনালি মণ্ডল আইচ
খুকখুক কাশি ভাবনাগুলো রক্ত ঝরায়
অনিবার স্রোত গড়াতেই থাকে
হতে থাকে লাল বিছানা লাল মেঝে
হতে পারে এটা একটা অসুখের গল্প।
এমন কথা শুনে হাসতে থাকে পলাশ-
হেসে ছড়ায় মাটিতে,ঘাসে, মনে,কলমে
ছিঁড়ে ফেলে ডাক্তারের প্রেসক্রিপশন
সব ছাড় নীরব আলগোছ আত্মদর্শনে।
স্বপ্নের গোলাপি মোজা এখন গেরুয়া
মন দিয়ে শুনলে নেতাজির বক্তৃতা
মুছিয়ে দেয় রাষ্ট্র ও ধর্মের টানাপোড়েন
নিজেকে মনে হয় এক ক্ষুদ্র লিলিপুট অবয়ব।
মুনির অভিশাপে হারায় অনামিকার আংটি
কানে বন্ধ্যা বাতাসের প্রবল বজ্রপাত
অসার আঙুল ছুঁতে ভুলে যায় ধরা
কাঁটায় বিঁধে হারিয়ে যায় উলের গোলা।
মন ব্যাকরেস্ট-এ ঠেস দেওয়া তিন নং কেবিনে
ভিনদেশি এক সিস্টার ধীরে গল্প শোনায়
সব শেষে উনি জানতে চান বাড়ির ঠিকানা
মুস্কিল হল কোথাও কেউ লিখে যায়নি …
(কলকাতা)
©Sonali Mandal Aich