ভিতরে অজস্র বঞ্চনা ছুঁয়ে যায়
অর্ণব আশিক
ভিতরে জমা আছে একরাশ দু:খ
বেদনা এখানে খেলা করে
কষ্টের সিন্দুকের নোম্যানস্ ল্যান্ডে থাকে সুখ
বৃষ্টি ও চাঁদের কাছে সব চাবি
সমুদ্রের তলদেশ মুখস্ত করে
আমিও দু:খকে ছোঁব।
কিছু মুখে আনন্দের পেলবতার থৈ থৈ জল
ভিতরে লুকানো অন্ধকারের ছলনা
করুণ বিদগ্ধ সায়াহ্ন, গোপন রোদের রহস্য
স্বজনের প্রীতি, বসতি পোড়া গন্ধ নিয়ে
বাঁকে বাঁকে চলে কাঁকড়ে বিছানো পথ
কোথায় সেই সুসজ্জিত মঞ্চ,
জোছনা মায়াবী রাত অথবা বৃষ্টিভেজা সময়।
মানুষের চিবুকে অযথা হাসি
ভিতরে অজস্র বঞ্চনা ছুঁয়ে যায়
মানুষের চোখ নীলিমা চায়, উদার আকাশ চায়
অথচ পায় হিমালয়পূর্ণ উন্মুক্ত বরফ।