“বসন্ত এসেছে দ্বারে ” লিখেছেন ওপার বাংলার কবি সেক জাহেদ উল্লা।

635
“বসন্ত এসেছে দ্বারে ” লিখেছেন ওপার বাংলার কবি সেক জাহেদ উল্লা।

বসন্ত এসেছে দ্বারে

              —— সেক জাহেদ উল্লা

বিরহের লাল হলুদ শিখা –
গাছের ডালে ডালে ।
পাতা ঝরিয়ে পলাশ সাজে,
যেন আগুন লেগেছে দাউ দাউ
প্রেমিক মনে ও জঙ্গলে ।।

শীতল উত্তুরের সাথে –
উষ্ণ দখিনা মর্মর ।
আলো না ফোটা ভোরে ,
কোকিলের আর্তস্বর –
দিয়ে যায় ফাগুনের খবর ।।

মনের সারা দেয়ালে আবির –
মিলে মিশে যায় ।
প্রেমের লালিমা আকাশ জুড়ে –
মন খোঁজে যেন কাকে ,
কাকে যেন কাছে পেতে চায় ।।

জানি এ কিসের লক্ষণ –
বসন্ত এসেছে যে দ্বারে ।
রোজনামচা হোক না কাব্যহীন –
উদাস মন তারে স্বাগত জানায় ,
না দিয়ে সাড়া, থাকতে কি পারে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here