সভ্যতার অন্যতম কবি-দিলু রোকিবার ঈদ এর দুইটি অনুছড়া

419
সভ্যতার অন্যতম কবি -দিলু রোকিবার ঈদ এর দুইটি অনুছড়া

অনুছড়া ঈদ-১
—- দিলু রোকিবা —-

শাটডাউনের জাঁতাকলে
বন্ধ রুজি কামাই,
নিঃশ্বাস যে ধীরে চলে
বেঁচে থাকতে চাই।
যা করোনা দূর হয়ে যায়
কতো ভেলকি দেখাবি আর?
যে দিকে তাকাই ডানে-বায়ে
দেখছি অন্ধকার •••

ছড়া-২

মনের পশুকে বধ করে
কল্যাণ হয়ে ঈদটা আসুক ঘরে ঘরে,
দুঃখীর মুখে ফুটলে হাসি
রহমতের বৃষ্টি ঝরবে রাশি রাশি।
যদি মনের পশুত্বকে
ত্যাগ করতে না পারো,
লাভ হবেনা লাখ টাকার পশু কেটে
লোক দেখানো ছাড়ো•••

ঈদ মোবারক। 🌙

–২১/৭/২০২১
ঢাকা, মোহাম্মদপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here