নাসরিন জাহান মাধুরীর অনন্য সৃষ্টি কবিতা “যখন স্বপ্ন হয়ে দাঁড়াও সামনে’’

1458
kobita
নাসরিন জাহান মাধুরীর অনন্য সৃষ্টি কবিতা “যখন স্বপ্ন হয়ে দাঁড়াও সামনে’’

যখন স্বপ্ন হয়ে দাঁড়াও সামনে
নাসরিন জাহান মাধুরী

যখন বললে
এতোদিন কোথায় ছিলে?
তখন পেছনে ফেলে আসা সমস্ত হারিয়ে ফেলা পথের কথা ভাবলাম
ভাবলাম সব গহীন অন্ধকার বিষন্ন রাতের কথা
হৃদয় পোড়ানো সব ক্ষতের কথা
ক্ষতগুলো শুকায়নি তখনো
সেই ক্ষতের উপশমের কথা ভাবলাম
তারপর চোখ মেলে শূন্যে তাকিয়ে শুধু বলেছি…
এই তো, এ পথেই ছিলাম
বহুবার গেছি এপথে…

এতো এতো হারিয়ে যাওয়া পথে
গহন বনের অন্ধকারে আলোহীন নিরুত্তাপ পথে
তোমায় খুঁজতে খুঁজতে পথে পথে কত পথ খুঁজেছি..
তুমি শুধু হনহনিয়ে হেঁটে গেলে দূর থেকে বহুদূরে
আমার প্রসারিত হাত ছুঁতে পারেনি সে দূরত্ব
একদিন স্বপ্ন হয়ে দাঁড়ালে আমার পথে
এই পথে, অনেক অনেক দূরে থেকেও
যেনো কতো কাছে
নিঃশ্বাসের চেয়েও কাছে
কানে ভাসে প্রিয় কন্ঠস্বর
কোথায় ছিলে এতোদিন!
ভুলে যাই সব ক্ষতের কথা
উপশমের কথা
সব ক্ষতের উপশম নেই…
সব স্বপ্ন সত্য মনে হয়…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here