ভারতের মুক্তচিন্তার কবি শুক্লা ভৌমিক এর মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতার কবিতা “ভালোবাসার দিন ”

489
অভিজ্ঞতার কবিতা “ভালোবাসার দিন ”

 ভালোবাসার দিন 

     শুক্লা ভৌমিক

হাল্কা বাতাস , মিষ্টি সুবাস,
দিচ্ছে যেন প্রেমের আভাস ।
সবাই কিন্তু বুঝে নিন !
আসছে কাছে প্রেমের দিন।
আজকের সব ছেলেমেয়ে,
প্রেম বাঁচাতে ছুটছে ধেয়ে ।
উপহার, চকলেট, সুগন্ধি ফুল,
নিতে কিন্তু করছেনা ভুল
বাসছে ভালো তারিখ মেনে।
করছে প্রেম নিয়ম জেনে।
এইভাবে সব চলছে প্রেম ।
ব্যর্থ হলে ,ওভার গেম্ ।
কিন্তু দেখতাম মা-বাবাকে ,
রাখতে গোপন ভালোবাসাকে ।
বিশ্বাস আর সন্মাণনা ,
ভরিয়ে রাখতে জীবন খানা।
রাগ অভিমান মনে মনে।
থাকত আবেগ চোখের কোনে ।
প্রেম ছিল মনের মণিকোঠায় ।
ভাটা পড়েনি বোঝাপড়ায় ।
গভীর ছিল তাদের ভালোবাসা।
যা বোঝানোর ছিল না ভাষা ।
প্রতিদিন যেন নতুন করে,
গাঁথতো মুক্ত একটি করে।
তবু যত্ন করে হায় !
আজকের প্রেম টেকানো দায় ।
অল্পেতে দেখা দিচ্ছে খেদ।
এরপর ঘটছে প্রেম বিচ্ছেদ ।
সেদিনকার মায়ের আলোকিত মুখ।
ছিল যেন বাবার সুখ ।
নির্দিষ্ট ছিল না প্রেমের দিন ।
ভালোবাসা ছিল স্বার্থহীন ।
হৃদয়-রেণুর জাদু ছোঁয়ায় ।
ভরাতেন মন কাণায় কাণায় ।
ছিল তাদের অঙ্গীকার ,
একসাথে পথ চলার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here