ফাগুন কি এলো ?
মিনহাজ সাদ্দাম।
মন আজ ফুর ফুরে উদাস উদাস
এলো কি নতুন কোন দিন ?
পলাশ শিমুল আজ ফুটেছে ডালে,
মুছে দিতে ক্লান্তি অমলিন ।
কেন ডাকে কোকিল পাতার ফাঁকে
কেন গায় পাখি সুরে গান…
ফাগুন কি এলো তবে এই ধরা ?
খুশিতে ভরিয়ে দিতে প্রাণ ।
হাওয়া আজ বয় কেন উল্টো পথে
নদীও হারায় কেন পথ,
রঙ্গের খেলায় মাতে ক্ষ্যাপা যুবক
যুবতীর মনের_ পেতে মতামত।
শিশির ফোটা যেন পদ্মা নদী
সকালের পথে মাখা ধুলো…
কুয়াশার আড়াল ভাঙ্গা সোনা রোদে
জমেছে হাজার স্মৃতি গুলো।
শুকনো পাতা ঝরার মর্মর ধ্বণি
মনকে করে দেয় আবেশিত…
উথাল পাথাল ঢেউ ভাঙ্গে হৃদ গাঙ্গে
সমস্ত শরীর যেন শিহরিত।
প্রকৃতিতে চেয়ে দেখে মনের ভেতর
বসেছে অচেনা এক টান…
ফাগুন কি এলো তবে এই ধরা ?
খুশিতে ভরে দিতে প্রাণ।
(বিঃদ্রঃ-পান্ডুলিপি সংরক্ষিত)