“একা থাকতে চাই ”ভিন্ন ধারার কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি মাঈন উদ্দিন ।

1142
কবি মাঈন উদ্দিন

একা থাকতে চাই

                        মাঈন উদ্দিন

আমাকে সাদাকালো জীবন দাও
একটি সাদা খাতা আর কলম ও
প্রদীপ লাগবেনা একটু দাঁড়াও
চোখ বন্ধ হলে যেও।

আমি একা থাকতে চাই
পথ শেষে প্রান্তর আঁধার
আমি কার কোলে মাথা বিছাই?
তারার সাথে আমার সংসার।

হলুদ পাতাগুলো ঝরে পড়ে
নির্জনে করুণ গান শুনি
চোখে লাল দাগ,দেহ ধীর নড়ে
পুকুর পাড়ের সব কবরগুলো গুনি।

পাথরের মত স্থির চোখ
শেষ সুপ্তিতে দেখা ঊষা
আমার ভাষা আজ মূক
খুঁজেও পেয়েছি আঁধার দিশা।

কালো শাড়িটা পরে আসো
সাদা পাঞ্জাবিটা পরিয়ে দাও আমাকে
যে যার সুখে অঢেল হাসো
আমাকে শুধু রেখে নিঃসঙ্গ রোয়াকে

কেউ যেন না ডাকে পিছু
আমি এগিয়ে যাই
হায় অনুতাপ,অগণিত পাংশু
আমি একা থাকতে চাই।

 লেখক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক(বা.সা.প)
প্রতিষ্ঠাতা(বাংলাদেশ এস্ট্রোনমি এন্ড স্পেস রিসার্চ ক্লাব)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here