সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি —সৈয়দা কামরুন নাহার শিল্পী এর কবিতা “তোমাকে মেলাতে ”

443
তোমাকে মেলাতে ”
কবি —সৈয়দা কামরুন নাহার শিল্পী

তোমাকে মেলাতে

               সৈয়দা কামরুন নাহার শিল্পী

স্বভাবে অভ্যাসে কিছুই ফারাক পাইনা তোমাকে মেলাতে সহজ হয়ে ওঠে।
মাঝে মাঝে মনে হয়
তোমাকে কাছে পেলে, আমার প্রনয়ের জন্মদিন।

চারদিকে বসন্তবাহার
ভালোবাসার স্পর্শ কাতর আমি
তোমাকে নিয়ে আমার সারা জীবন গল্পকথা হয়তো ফুরাবে না।

স্বচ্ছ দিঘির জলে তাকালে তোমাকেই দেখতে পাই।
জানিনা কখন এতটা দুর্বলতা
গড়ে উঠলো স্বপ্নের মতন।

যখন তুমি আমার কাঁধে হাত রাখো পাথরের শক্তি আমায় উৎসাহ যোগায়। আমাকে চঞ্চল করে, উচ্ছ্বল করে
হৃদয়ে এক অসীম ক্ষমতা যোগায়।

পৃথিবীর কাছে হার মানতে
ইচ্ছে করে
কি এক ব্যাকুলতা নিয়ে
হৃদয়ে জাগে নতুন এক জড়তা
যেখানে শুধু ভালোবাসা।

অধীর অপেক্ষায় সময়গুলো
হৃদয় কেঁপে কেঁপে ছিড়ে যেতে চায়
যদি তুমি শুধু একবার ডাকো
কোন ইশারায়।।

কাব্যগ্রন্থ
যে আকাশ ছুঁয়ে দেয় মন
২০১৩।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here