খুঁজে ফিরি তাঁরে
আনজানা ডালিয়া
খুঁজে ফিরি তাঁরে
এক বর্ণ বুঝিনাই যাঁরে।
সবুজাভ উচ্ছল এ মনের টানে
অনুভব করি প্রতিটা ক্ষনে।
খুঁজি পাহাড়-পর্বত,সমুদ্র-অতলে
তাঁর বিচরন লতা-পাতা,ফুলে-ফলে।
নমি তাঁরে উজাড় করে হৃদয় ভরিয়া
জগতের মোহকে প্রাণে বাঁধিয়া।
বিনিদ্র রাত গুলো জানে এ ভালোলাগার তীব্রতা
ঝরা পাতারাও বলে গেছে তাঁহার মনের গভীরতা।