মনপাখি
~জবা চৌধুরী
দুটো পাখি মুখোমুখি
অলস ঘরের কোণে,
ফেলে আসা সুখের কথা
ভাবে সংগোপনে।
রূপান্তরের রূপকথা সেই
সোহাগ ঢালা আলো,
পথ পেরোনো পথের শেষে
ভাবতে লাগে ভালো।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ভিজে একাকার,
ডানা ঝেড়ে পালক শুকোয়
বিদায় দুঃখভার।
পাখির মনের মন-পাখিটি
কাঁদে অজানায়,
সীমাহীনের আকাশ-পাড়ে
যদি সে হারায় !
কে হবে তার চলার সাথী
রাখবে কে বা মনে ?
আঁধার ঢাকা চলার পথে
কে দেবে সাথে রণে ?
ভাবতে ভাবতে সন্ধ্যে গড়ায়
আঁধারে তারা জ্বলে,
খড়কুটোর ওই নীড়টি জাগে
আকাশসীমা তলে।
ক্লান্তি এসে নোঙর ভিড়ায়
চোখ দুটো যায় বুজে,
জীবন চলে চোখের তলে
স্বপ্ন-ডিঙার খোঁজে।
একলা পাখি গাছের ডালে
একলা পাখি মনে,
রোজ দেখা হয় দুই পাখিতে
সাঁঝবেলার এক ক্ষণে।